Wednesday, 3 November 2010

 গানের জন্য চট্টগ্রামে শিরিন

শিরিন

পাঞ্জাবিওয়ালা এবং মাতওয়ালি অ্যালবামের শিল্পী শিরিন এখন চট্টগ্রামে। নিজের তৃতীয় অ্যালবামের জন্য গান সংগ্রহ করছেন তিনি। যুক্তরাজ্য-প্রবাসী এই শিল্পী জানালেন, তাঁর তৃতীয় অ্যালবামটিও হবে লোকগান নিয়ে। প্রায় মাস খানেক হলো দেশে এসেছেন। আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেই বেরিয়ে পড়েছেন গানের খোঁজে। ঢাকার পর এরই মধ্যে সিলেটও গিয়েছেন।
বললেন, ‘আমার তৃতীয় অ্যালবামটি বের হবে আগামী পয়লা বৈশাখে। সেভাবেই কাজ করছি। চারজন সংগীত পরিচালক থাকবেন। এবার কিছু কাজ করে রেখে যাব। মাঝে আরেকবার এসে পুরো কাজ শেষ করব।’
মাতওয়ালির শিরোনাম গানটির মিউজিক ভিডিওর কাজ করেছিলেন অ্যালবাম প্রকাশের আগেই। এরপর ইংল্যান্ডে আরও কয়েকটির কাজ করেছেন। জানালেন, বাকিগুলোর মিউজিক ভিডিও তৈরির কাজ বাংলাদেশেই করার ইচ্ছা আছে তাঁর।
এবার বাংলাভিশনের জন্য ঈদের গান ও ফান অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন হূদয় খান। জানালেন, আরও কয়েকটি অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু ঈদের সময়টাতে ঢাকাতেই থাকবেন, তাই এবার ঈদের একাধিক অনুষ্ঠানে গান করবেন তিনি।

Blog Archive