Friday, 5 November 2010

কিউবায় বিধ্বস্ত বিমানের ৬৮ যাত্রীর সবাই নিহত

কিউবায় বিধ্বস্ত বিমান

কিউবায় ৬৮ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমানের সব আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর বিবিসি অনলাইনের।
কিউবার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকারীরা কোনো যাত্রীকেই জীবিত দেখতে পাননি।
সরকারি মালিকানাধীন অ্যারো ক্যারিবিয়ান এয়ারলাইনের বিমানটি দেশের পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগো ডি কিউবা থেকে রাজধানী হাভানায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিমানে ২৮ জন বিদেশি নাগরিক ছিলেন, তবে তাঁদের পরিচয় এখনো জানা যায়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কোনো কারণ অজ্ঞাত।

Blog Archive