Wednesday, 27 October 2010

 তিন মাসে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি দ্বিগুণ বেড়েছে

যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে

তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক আট শতাংশ বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) এ তথ্য জানিয়েছে।
ওএনএসের প্রকাশ করা তথ্য এটাই ইঙ্গিত করে যে দেশটির অর্থনৈতিক মন্দা প্রত্যাশার চেয়েও দ্রুত কেটে যাচ্ছে। বিশ্লেষকেরা মনে করেছিলেন, জুলাই-সেপ্টেম্বর মাসে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে শূন্য দশমিক চার শতাংশ।
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জর্জ অসবর্ন বলেন, বর্তমান সরকারের নতুন অর্থনৈতিক নীতির ক্ষেত্রে এটি আস্থার প্রতীক হিসেবে কাজ করবে।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) বলছে, দেশটির মোট দেশজ উত্পাদনের (জিডিপি) এটি প্রাথমিক হিসাব। পরে তা পুনর্মূল্যায়ন করা হতে পারে।—বিবিসি

Blog Archive