Sunday 31 October 2010

নিজেকে পরীক্ষা করুন

অনলাইনে পরীক্ষায় অংশ নেওয়ার নিয়মাবলি:
    * অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউ এ পরীক্ষায় অংশ নিতে পারবে।
    * পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত আছে। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে একটি সতর্ক সংকেত দেওয়া হবে।
    * পরীক্ষা এমসিকিউ পদ্ধতি হবে। ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে (একেক ইউনিটের জন্য একেক রকম)।
    * পরীক্ষায় ৪০% নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃতকার্য হবেন।
প্রার্থীর প্রয়োজনীয় তথ্য
    * প্রার্থীকে এসএসসি ও এইচএসসির পাওয়া গ্রেড পয়েন্ট (জিপিএ) উল্লেখ করতে হবে। তবে এখানে উল্লেখ্য, প্রার্থীকে তাঁর পাওয়া গ্রেড পয়েন্ট চতুর্থ বিষয় বাদ দিয়ে উল্লেখ করতে হবে। প্রার্থী কোন পরীক্ষা দিতে চান, সেই পরীক্ষাটি পুল ডাউন মেন্যু থেকে সিলেক্ট করতে হবে। এরপর পরীক্ষা শুরু করা যাবে।
    * অনলাইনে পরীক্ষার সময় প্রার্থী সঠিক উত্তরে টিক মার্ক দেবেন। পরীক্ষা চলাকালে প্রার্থী যেকোনো বিষয়ের উত্তর দিতে পারবেন। বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রার্থী ট্যাব মেন্যু থেকে নির্বাচন করবেন।
    * পরীক্ষা শেষ হলে প্রার্থীকে বাঁ পাশের বক্সে সঠিক মান দিয়ে ‘ফলাফল দেখুন’ বাটনে ক্লিক করতে হবে।
    * এরপর প্রার্থী তাঁর পরীক্ষায় পাওয়া নম্বর, এসএসসি ও এইচএসসির গ্রেড পয়েন্টের যোগফলসহ ফলাফল দেখতে পারবেন। এর সঙ্গে প্রার্থী সব প্রশ্নের সঠিক উত্তর দেখতে পারবেন।

Blog Archive