Sunday 31 October 2010

বহনযোগ্য গুগল ক্রোম

গুগল ক্রোমের ওয়েবসাইটে সাধারণত অফলাইন সংস্করণ (যে সংস্করণ ইনস্টল করতে ইন্টারনেটে সংযুক্ত থাকতে হয় না) পাওয়া যায় না। অন্য কিছু সফটওয়্যারের ওয়েবসাইট থেকে অবশ্য অফলাইন সংস্করণ ডাউনলোড করা যায়। তবে জনপ্রিয় বহনযোগ্য সংস্করণ তৈরিকারক ওয়েবসাইট পোর্টেবলঅ্যাপস ডট কম গুগল ক্রোমের হালনাগাদ সংস্করণের বহনযোগ্য সংস্করণ অবমুক্ত করেছে। ফলে এখন থেকে http://portableapps.com/apps/internet/ google_chrome_portable থেকে গুগল ক্রোমের বহনযোগ্য সংস্করণ নামানো যাবে (ডাউনলোড)। তা ছাড়া এই সাইটে আরও বিভিন্ন ফ্রিওয়্যার সফটওয়্যারের বহনযোগ্য সংস্করণ পাওয়া যাবে।
মেহেদী আকরাম

Blog Archive