Friday 29 October 2010

 মরিনহোর পাশে জিদান

জিদান

নতুন মৌসুমে কিছুতেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগের শেষ ম্যাচে রেসিং সান্তাদারকে ৬-১ গোলে হারানোর পরই বিস্ময়করভাবে আটকে গেছে স্পেনের তৃতীয় বিভাগের দল মুর্সিয়ার কাছে। গোল-শূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে মরিনহোর শিষ্যদের। এ অবস্থায় রিয়ালের শিরোপা-খরা ঘোচানোর মিশনে এবার হাত বাড়িয়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। রিয়াল ডাগআউটে মরিনহোর সহকারী হিসেবে কাজ করবেন ফ্রান্সের সাবেক অধিনায়ক।
২০০১ সালে তত্কালীন রেকর্ড ট্রান্সফার ফি ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে আসার পর ২০০১-০২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ আর ২০০২-০৩ মৌসুমে স্প্যানিশ লিগ জেতার পেছনে প্রধান ভূমিকা পালন করেছিলেন জিদান। ২০০৬ সালে অবসর নেওয়ার পরও সংশ্লিষ্ট ছিলেন রিয়ালের সঙ্গে। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের উপদেষ্টা ঘোষণা করা হয় জিদানকে। কিন্তু প্রেসিডেন্টের অফিসে না, রিয়ালের এখন জিদানকে মাঠেই বেশি দরকার বলে মনে করেন মরিনহো। ফরাসি একটি টিভি চ্যানেলকে মরিনহো বলেছেন, ‘আমি জিদানকে ফ্লোরেন্টিনোর সঙ্গে না, আমার সঙ্গেই বেশি দেখতে চাই।’ মরিনহোর এ ডাকে সাড়া দিয়েছেন জিদানও। এখন থেকে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে ডাগআউটে মরিনহোর পাশে নিয়মিতই দেখা যাবে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ককে।—সকারনেট

Blog Archive