Saturday 30 October 2010

যারা ইভ টিজিং করে তারা বখাটে সন্ত্রাসী: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘যারা ইভ টিজিং করে, তাদের ইভটিজার বলা উচিত নয়। এটা মোলায়েম ভাষা হয়ে যায়। এরা হচ্ছে বখাটে-সন্ত্রাসী। যারা আমাদের মেয়েদের স্কুলে যেতে দেয় না, শান্তিতে থাকতে দেয় না—তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হবে না। এ জন্য সরকার কঠোর আইন করছে। পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি সরকারে থাকলেও আমার নেতৃত্বে এ সামাজিক আন্দোলন গড়ে উঠবে।’
আজ শনিবার বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ফরিদপুরের মধুখালীতে নিহত চাঁপা রানী ভৌমিকের বাড়িতে গিয়ে স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করার সময় এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা কারিকুলামের মধ্যে নতুন সিলেবাস অন্তর্ভুক্ত করা হবে। তাতে নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, জঙ্গি ও সন্ত্রাসবাদ বিষয়ে আমাদের করণীয় কি, তা থাকবে। আমরা শিক্ষা দিচ্ছি মানুষ বানানোর জন্য, পশু বানানোর জন্য নয়। যারা বিপত্গামী হয়েছে তারা আমাদেরই সন্তান। তাদের সুপথে ফিরিয়ে আনতে হবে। যারা আসবে না তাদের মুক্ত থাকতে দেওয়া হবে না।’
নিহতের পরিবারের স্বজনদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের দুঃখজনক ঘটনায় সান্ত্বনা দেওয়া যায় না। সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই।
এর আগে সকাল নয়টায় মধুখালী মিল গেটে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়ন শোকসভা পালন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের সাংসদ আবদুর রহমান। সভাপতিত্ব করেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান। আরও বক্তব্য দেন চাঁপা রানীর স্বামী স্বপন কুমার বিশ্বাস।
প্রসঙ্গত, মেয়েকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) প্রতিকার চাওয়ায় স্থানীয় দেবাশীষ সাহা ওরফে রনির (২২) নেতৃত্বে বখাটেরা গত মঙ্গলবার চাঁপা রানী ভৌমিককে রাস্তায় মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে। পুলিশ এখনো রনিকে গ্রেপ্তার করতে পারেনি ।

Blog Archive