Friday, 5 November 2010

খালেদার বাড়ির নিষ্পত্তি হবে রাজপথে: মওদুদ

খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি। ছবিটি উপর থেকে তোলা। ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বিষয়ে আদালতের রায় যা-ই হোক, এর নিষ্পত্তি রাজপথেই হবে।’ আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের আয়োজনে এক গোলটেবিল আলোচনায় মওদুদ এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘এটি রাজনৈতিক ইস্যু। তাই এর সমাধান হবে রাজপথে। আদালতে আমাদের যেতে হয়। কারণ আমরা আইনের শাসনে বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, ‘সরকার ওই বাড়ি থেকে খালেদা জিয়াকে উৎখাতের যে ষড়যন্ত্র করছে, বিএনপি তা আইনিভাবে যেমন মোকাবিলা করবে, তেমনি রাজপথের আন্দোলনও বেগবান করা হবে।’
মওদুদ আহমদ দাবি করেন, আইন অনুযায়ী বাড়িটি পাওয়ার সম্পূর্ণ অধিকার খালেদা জিয়ার। এভাবে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন মওদুদ। তিনি বলেন, সরকার নিজেদের জনপ্রিয়তা নেই জেনেই ভয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দিচ্ছে না।

Blog Archive