পিসিবির সাবেক সভাপতি তৌকির জিয়া
বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটের। ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে সালমান বাট, মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ আমিরের বিরুদ্ধে স্পট ফিক্সিং অভিযোগের জের কাটতে না-কাটতেই আবার নতুন করে বিতর্কের সূত্রপাত হচ্ছে পাকিস্তান ক্রিকেট অঙ্গনে। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট পাতানোর অভিযোগে ছয় পাকিস্তানি ক্রিকেটারকে আইসিসি সন্দেহ করেছিল বলে জানিয়েছেন পিসিবির সাবেক সভাপতি তৌকির জিয়া। তবে সন্দেহভাজন এ ছয় ক্রিকেটারের পরিচয়-সংক্রান্ত কোনো কিছুই তিনি প্রকাশ করেননি।
পাকিস্তানের জিও নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লে. জেনারেল (অব.) জিয়া বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফরের ঠিক পরপরই আইসিসি পিসিবিকে দেওয়া এক চিঠিতে এ ছয় খেলোয়াড়ের ব্যাপারে সতর্ক করেছিল। এর পাশাপাশি তারা এ ছয় খেলোয়াড়ের ওপর কড়া নজর রাখতেও পিসিবিকে পরামর্শ দিয়েছিল।’
তবে সেই চিঠির ওপর ভিত্তি করে পিসিবি এ ছয় খেলোয়াড়ের ব্যাপারে কী কী পদক্ষেপ নিয়েছে, সে ব্যাপারে অবশ্য কিছু বলতে পারেননি তৌকির জিয়া।
এর পাশাপাশি জিও টেলিভিশনকে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন জেনারেল জিয়া। তিনি বলেছেন, ২০০২ সালে এক বাজিকর নাকি কোনো এক খেলোয়াড়কে পাকিস্তান দলে খেলানোর জন্য তাঁর কাছে তদবির করতে এসেছিল। তৌকির জিয়া সেই খেলোয়াড়ের নাম না বললেও তিনি পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সেলিম মালিক হতে পারেন বলে অনেকেই ধারণা করছে। ২০০০ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয় পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।
তৌকির জিয়া বাজিকরের সঙ্গে নিজের সাক্ষাতের বিষয়টি সঙ্গে সঙ্গেই পাকিস্তান সরকারকে অবহিত করেছিলেন বলে জানান।