Monday, 25 October 2010

এমবিবিএসে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। কোটাসহ মোট দুই হাজার ৩৬৬ জন পরীক্ষার্থী ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
একই সঙ্গে ৪১৮ জনের অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হয়েছে। আসন শূন্য হওয়া সাপেক্ষে তাঁরা মেধাক্রম অনুযায়ী ভর্তির সুযোগ পাবেন। তবে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তিবিষয়ক যাবতীয় তথ্য জাতীয় দৈনিকের মাধ্যমে পরে জানানো হবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে।
ভর্তিসংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকের সৌজন্যে মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফলাফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইল ফোনের এসএমএসে গিয়ে MISdghs কলেজকোড রেজিস্ট্রেশন নাম্বার লিখে ৯৯৩৪ নম্বরে এসএমএস করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। প্রথম বর্ষের এমবিবিএস ক্লাস শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। কলেজ কর্তৃপক্ষ ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করবে।
নীতিমালা অনুযায়ী ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা পর্যায়ক্রমে তিনবার স্বয়ংক্রিয় মাইগ্রেশন ছাড়া অন্য কোনো কলেজে ভর্তির সুযোগ পাবেন না।
উত্তীর্ণ দুই হাজার ৩৬৬ জনের মধ্যে সাধারণ আসনে দুই হাজার ৩০০ জন, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত দুই শতাংশ হারে ৪৬ জন এবং পশ্চাত্পদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত ২০টি আসন রয়েছে।
কেউ পরীক্ষার ফলাফল পুনঃ নিরীক্ষা করতে চাইলে ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে মহাপরিচালক, চিকিত্সা শিক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে আবেদন করতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে দুই হাজার ৩১০টি এবং ৪৩টি বেসরকারি মেডিকেল কলেজে তিন হাজার ৩৫০টি আসন রয়েছে। এ বছর পাঁচ হাজার ৬৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪২ হাজার ১২১ জন শিক্ষার্থী।

Blog Archive